ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২
উজিরপুর প্রতিনিধি :
বরিশাল জেলার র্যাব ৮ এর স্পেশাল টিম কোম্পানি এ ডি স্কোয়াট কমান্ডার মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে ১৬ মার্চ ২ টায় বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে মধ্য হারতা ৮ নং ওয়ার্ড এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময়ে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা বন্দরের বড়ো ব্রিজ এর দক্ষিণ পাড় মাদক জাতীয় দ্রাব ক্রয় বিক্রয় করিতেছে।প্রাপ্ত সংবাদের ভিত্তিতে একাদিক মাদকদ্রব্য মামলার আসামি মোঃ জাকির হোসেন বালি (৪৫)পিতা আবু হাসান বালি এর নিজ বাড়ির সামনে হইতে ০১(এক) কেজি গাঁজা,একটি মুঠোফোন উদ্ধার করেন।এবং ২ নং আসামি সমীর হালদার (২৪) পিতা নিতাই হালদার এর নিকট হইতে ৪০০(চারশত গ্রাম) গাঁজা,একটি মুঠো ফোন, নগদ ৪৮৬০ /(চারহাজার আটশত ষাট) টাকা উদ্ধার করেন বলে তথ্য পাওয়া যায়। র্যাব ৮ বরিশাল
স্পেশাল টিম এর ডিএডি/পুলিশ পরিদর্শক শহর ও থানা একে এম আবু হোসেন শাহরিয়ার উজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভিকটিমদের উজিরপুর মডেল থানায় হস্তান্তর করেন। র্যাবের পক্ষ থেকে জানান যে আমরা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক,দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে,তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, মাদক দ্রব্য থেকে যুব সমাজ রক্ষা করার জন্য নিরলস কাজ করে যাচ্ছি। আমাদের এ অভিযান চলমান এবং অব্যাহত থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST