শিক্ষিকা অপহরণ মামলায় আসামি গ্রেফতার না হওয়ায় প্রাণনাশের ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত পরিবার।

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২

শিক্ষিকা অপহরণ মামলায় আসামি গ্রেফতার না হওয়ায়  প্রাণনাশের ঝুঁকিতে  ক্ষতিগ্রস্ত পরিবার।

বিশেষ প্রতিনিধি; পটুয়াখালীর দুমকিতে কলেজ শিক্ষিকা তাহেরা আলী রুমার দায়ের করা মামলায় অভিযুক্ত আসামিদের অদ্যবধি পর্যন্ত দুমকি থানা পুলিশ গ্রেফতার করতে না পারায় উৎকন্ঠায় দিন পার করছেন ভুক্তভোগী সহ পরিবারবর্গ। গতকাল ১৯ মার্চ বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব দুমকির হলরুমে থানা পুলিশের উদাসীনতার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শিক্ষিকা তাহেরা আলী রুমা। তিনি লিখিত অভিযোগ করে জানান, গত ১২ মার্চ তাঁর সাবেক স্বামী ও সহযোগীরা অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জনতার ধাওয়ার মুখে ফেলে রেখে চলে গেলে তিনি প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল- ইমরানের স্মরনাপন্ন হন এবং দুমকি থানায় অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগ করে মামলা দায়ের করেন। ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তিনি আরো জানান, দ্রুত আসামীরা গ্রেফতার না হলে যে কোন সময়ে তাঁর পরিবারের প্রাণনাশের ঘটনা ঘটতে পারে। তিনি লিখিত অভিযোগে দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ সময়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, আওয়ামীলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী ফজিলা, ভুক্তভোগীর দুই সন্তান, মহিলা সংগঠনের নের্তৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest