ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২২
বশির আলম খলিফা, ঝালকাঠি॥ দেশীয় প্রজাতির মাছ চাষ সম্প্রসারণ, সংরক্ষণও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে উদ্বুদ্ধকরণ সভা। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ণ প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলা মৎস বিভাগ এ আয়োজন করে। ২২ মার্চ (মঙ্গলবার) সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর, মৎসবিভাগ ও প্রকল্প কর্মকর্তারা, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ আলম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহার, জেলা মৎস্য কর্মকর্তা এতে বক্তব্য রাখেন। জেলা সদরসহ ৪টি উপজেলায় প্রকল্পের আওতাধীন অনুষ্ঠানে মৎস চাষি ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তি বর্গও উপস্থিত ছিলেন।
বক্তারা জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টির কথা বিবেচনায় দেশীয় মৎস্য সম্পদ ও শামুক রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টির প্রতি গুরুত্বরোপ করেন। দেশের ৩টি বিভাগের ১০টি জেলা নিয়ে বাস্তবায় নাধীন এ প্রকল্পের বাস্তবায়ন করা হবে বলে জানিয়ে সকলের সহযোগীতার আহবান জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST