ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২২
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
২৩ মার্চ বুধবার দুপুর ১২ টায় ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিঃ ঢাকা এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে লানিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ৬০ জন টপ ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বরিশাল আতিকুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিঃ আনোয়ার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি অনুষ্ঠানে বিস্তারিত বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে ৬০ জন টপ ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST