ঝালকাঠিতে জাতীয় পার্টির দ্রব্যমূলের উর্ধ্বগতি নিয়ন্ত্রনের দাবীতে মানববন্ধন পালন

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২২

ঝালকাঠিতে জাতীয় পার্টির দ্রব্যমূলের উর্ধ্বগতি নিয়ন্ত্রনের দাবীতে মানববন্ধন পালন

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে জাতীয় পার্টির উদ্যোগে দ্রব্যমূলের উর্ধ্বগতি নিয়ন্ত্রনের দাবীতে মানববন্ধন পালন করা হয়েছে। বুধবার বিকাল ৫ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা সভাপতি মো: আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানব বন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. আব্দুল আলিম, সহসভাপতি মো: মাহবুবুর রহমান, সাবেক জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতা মো: বজলুর রহমান, জেলা সহসভাপতি মো: আনোয়ার হোসেন তালুকদার, একেএম বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু শহিদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দপ্তর সম্পাদক মো: ইউনুস হাওলাদার, প্রচার সম্পাদক মো: রিয়াজুল ইসলাম ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দ্রব্যমূলের উর্ধ্বগতি নিয়ন্ত্রন এবং সামনে রোজায় যাতে মানুষের ক্রয় ক্ষমতা স্বাভাবিক থাকে সেব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest