মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা সমাপ্ত

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২২

মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা সমাপ্ত

মিলন কান্তি দাস
নলছিটি,ঝালকাঠি

নলছিটিতে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী মেলার অনুষ্ঠান মালা আজ সমাপ্ত হলো।
উপজেলা প্রশাসন’র আয়োজনে নলছিটির ঐতিহ্যবাহী চায়না মাঠে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উপলক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। এতে প্রসাশন’র বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে ধরা হয়। আজ ২৩ মার্চ বুধবার বিকেলে আলোচনা সভা ও বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান,পৌরসভাসহ মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড নমস্কার সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল,উপজেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,কৃষি অফিসার ইসরাত জাহান মিলি,প্রাথমিক শিক্ষা অফিসার, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস,সাংস্কৃতিক কর্মী অরবিন্দ পোদ্দার তপু,রিয়াজ হোসেন প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest