কোভিড-১৯ জয়ের লক্ষ্যে পবিপ্রবি’র সৃজনীতে উদযাপিত হল ‘সৃজনীয়ান নাইট

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২২

কোভিড-১৯ জয়ের লক্ষ্যে পবিপ্রবি’র সৃজনীতে উদযাপিত হল ‘সৃজনীয়ান নাইট

বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসের একমাত্র স্কুল এন্ড কলেজ সৃজনী বিদ্যানিকেতনের ৩০ বছর পূর্তি ও কোভিড-১৯ জয় উপলক্ষ্যে বিদ্যালয়ের সৃজনী সংসদ কর্তৃক আয়োজিত ‘সৃজনীয়ান নাইট’ ২৩ মার্চ বুধবার বিকাল ৫ টায় অত্র ক্যাম্পাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
লাল-নীল বর্ণিল সাজে জাতীয় সংগীত পরিবেশনা শেষে পুনর্মিলনী ও সৃজনীয়ান নাইট উৎসবটির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি পবিপ্রবি ভাইস চ্যান্সেলর ডঃ প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত।
সাবেক শিক্ষার্থী ডাঃ হাবিবুর রহমান এর পরিচালনায় প্রফেসর লিটন চন্দ্র সেন এর সভাপতিত্বে সাবেক শিক্ষার্থী রাজিবুল ইসলাম রন্টি ও আয়শা সিদ্দিকা মিম এর সঞ্চালনায় বর্তমান – প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ফজলুল হক, সহযোগী অধ্যাপক মেহেদী হাসান মিঠু,প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস ও সাবেক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ প্রমুখ। এছাড়াও অভিভাকবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের সর্ব স্তরের দর্শক শ্রোতাদের উপচে ভীড় ছিল চোখে পড়ার মতো।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest