ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
মিলন কান্তি দাস
নলছিটি,ঝালকাঠি
নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন’র আয়োজনে দিনভর বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ৩৬ বার তোপধ্বনী’র মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগ করা বীর শহীদদের স্মরণে বধ্য ভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে ৮টায় স্থানীয় চায়না মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ,বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ,১১টায় মুক্তিযোদ্ধা সংসদে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকেলে চায়না মাঠে পুরুষদের এবং নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে মহিলাদের খেলাধূলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন’র এ সকল আয়োজনে এবং নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান,উপজেলা আ’লীগের সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী,
জেলা আ’লীগের সহ সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান,নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আতাউর রহমান,
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর,মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল, উপজেলা আ’লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,পৌর আ’লীগের সাধারন সম্পাদক জার্নধন দাস, উপজেলা আ’লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,জাতীয় পার্টি, শিক্ষক,সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন। সকল অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন,নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোহম্মদ জলিলুর রহমান আকন্দ,সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাসার রানা,
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস এবং শিক্ষক, সাংবাদিক আমির হোসেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST