উন্নত জাতের ফ্রিজিয়ান গাভী পালন করে স্বাবলম্বী মিঠু ঘোষ

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২২

উন্নত জাতের ফ্রিজিয়ান গাভী পালন করে স্বাবলম্বী মিঠু ঘোষ

এম কে,কামরুল ইসলাম
নলছিটি ঝালকাঠি,

উন্নত জাতের ফ্রিজিয়ান গাভী পালন করে স্বাবলম্বী হয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলার মিঠু ঘোষ। তিনি গত ১ বছর ধরে গাভী পালন করে আসছেন। প্রথমে শুরু করেছিলেন ২টি ফ্রিজিয়ান জাতের গাভী নিয়ে। পরে আরো দুটি উন্নত ফ্রিজিয়ান জাতের গাভী নিয়ে শুরু করেন গাভী পালন। এখন তার খামারে ৪টি উন্নত ফ্রিজিয়ান জাতের গাভী ও ৪টি বাছুর রয়েছে। তার খামার থেকে প্রতিদিন ৫০/৬০লিটার করে দুধ পাচ্ছেন। মিঠুন ঘোষ গাভী পালনের জন্য নলছিটি উপজেলা প্রাণীসম্পদ অফিস থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন।
গাভী পালনে তার সফলতার কারণ হিসাবে তিনি জানান, আমি নিজেই দুধ দোহন করি এবং নিয়মিত ভ্যাকসিন সহ বিভিন্ন প্রকারের ওষুধ দেই। তিনি গরু পালনের পাশাপাশি দেশী জাতের মুরগি পালন করছেন। মিঠু ঘোষের গাভী পালনে সফলতা দেখে ঐ গ্রামের অনেকেই এখন উন্নত জাতের গাভী পালনে উৎসাহিত হচ্ছে।

দৈনিক সুষম খাদ্য-তালিকা চালের গুঁড়া , গমের ভুসি, খৈল, ডালের ভুসি, চিটাগুড়, লবণ/খনিজ, মিশ্রণ ভিটামিন। এছাড়াও দৈনিক অন্তত ১ কেজি খড় অথবা ৪-৬ কেজি কাঁচা ঘাস ও প্রচুর পরিমাণে ঠান্ডা পরিষ্কার পানি খাওয়াতে হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest