বরিশালে কেক শপের শুভ উদ্বোধন

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২

বরিশালে কেক শপের শুভ উদ্বোধন

বরিশাল প্রতিনিধি : ১৫ এপ্রিল রোজ শুক্রবার বরিশাল নগরীর বটতলা রাজুমিয়ারপুল সংলগ্ন বরিশালে সর্ব বৃহত্তর কেক শপের শুভ উদ্বোধন হয়েছে। সবকরি গ্রুপের সিইও মিলন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক বরিশালের ডিজিএম জালিস মাহমুদ, শিল্প নগরী কর্মকর্তা গোলাম রসুল রাসেল, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহম্মেদ, কেক শপের সিইও কাওছার হোসেন, লন্ডি ঘরের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মাহদী হাসান।

কেক শপের ব্যবস্থাপনা পরিচালক সুমানা আক্তার জানান কেক শপ নারী উদ্যোক্তা বান্ধব ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নানামুখী সহযোগিতা করে থাকি। কেক তৈরির সকল ধরনের উপকরণ কেক এবং বেকিং ও গ্রোসারি এর সকল পণ্য সুভল মূল্যে সরবরাহ করে থাকি।

উক্ত অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম।

 

 


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest