ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে ১৫ এপ্রিল শুক্রবার আইডিয়াল কলেজ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ জল্লা ইউনিয়ন শাখার ত্রী-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়।এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। তিনি তার বক্তব্যের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক মাননীয় মন্ত্রী জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।পরে তিনি প্রায়াত চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যার খুনিদের সঠিক বিচারের দাবি জানান।
ত্রী-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন।ত্রী- বার্ষিক সম্মেলন এর সভাপতিত্ব করেন জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শচীন্দ্রনাথ বাড়ৈ এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সফল সভাপতি আলহাজ্ব মোঃ শাহে আলম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আনিসুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সফল পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান ইকবাল, জল্লা আওয়ামী লীগের সম্মেলনের সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু পরিমল কুমার বাইন অনু। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অশোক কুমার হালদার, সহ সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব কুমার বাইন রন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড.শহিদুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.সালাউদ্দিন শিবু, দপ্তর সম্পাদক মোঃ আজিজ সিকদার, প্রচার সম্পাদক বাবু উত্তম বিশ্বাস, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আঃ রাজ্জাক মৃধা, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বেবি রানী হালদার, সদস্য ও শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, সদস্য ও সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, সদস্য ও হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু অমল মল্লিক, ওটরা ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ খালেক রাড়ী, সদস্য ও শিকারপুর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কালাম সরদার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন হিমু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মোঃ আনোয়ার খান, যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা’সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। এসময়ে জাতীয় সংগীত,জাতীয় পতাকা ও দলীয় পাতাকা উত্তোলন সহ নানা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ত্রী-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST