ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২
বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর অনুকূলে জলিশা মৌজার ভূমি অধিগ্রহণে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে কৃষক ও ভূমি মালিকদের দাবী–দাওয়া না শুনে যাচ্ছেতাই ভাবে ভূমি অধিগ্রহণের অভিযোগ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ধান ও মুগ ডালে পূর্ণ এ ফসলি জমি কিছুদিন বাদেই উক্ত প্রকল্পের আওতায় ড্রেজারে বালির নিচে স্বপ্ন ও আহার ভঙ্গ হতে যাচ্ছে স্থানীয় কৃষকদের! শেষ সম্বল এই ফসলি জমিগুলো চলে গেলে কিভাবে জীবিকা নির্বাহ করবে সে চিন্তায় হতাশাগ্রস্ত তারা।
উল্লখ্য, পবিপ্রবি কর্তৃপক্ষ সম্প্রতি জলিশা মৌজায় ১৯.৬৫ একর জমি অধিগ্রহন প্রক্রিয়া চালাচ্ছে। জলিশা মৌজার জমির চেয়ে শ্রীরামপুর মৌজার জমি মূল্য নির্ধারণে অনেক ব্যবধান রয়েছে এবং জলিশায় অধিগ্রহণকৃত ভূমি মালিকদের কোন কর্মসংস্থান দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বলেন, আমি সরেজমিনে উক্ত কৃষকদের সাথে কথা বলেছি। তাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর সাথে সমঝোতার জন্য বসার ব্যবস্থা করা হবে।
ভূমি মালিক গৌতম গাঈণ হতাশা প্রকাশ করে বলেন, জমি অধিগ্রহণ বন্ধের দাবীতে এ যাবৎ জেলা প্রসাশক বরাবরে আপত্তি, মানববন্ধন, সংবাদ সম্মেলন সহ অনেক কিছুই করেছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ পর্যন্ত আমাদেরকে নিয়ে এ বিষয়ে বসেনি।
এদিকে ভূমি মালিক নূর ইসলাম ও ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ছেলে- মেয়েকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে; আমরা ভূমি হারালেও কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে উঠতে পারতাম।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST