বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারীকে মারধর করায় পাল্টাপাল্টি সড়ক অবরোধ, জনগনের ভোগান্তি

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২

বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারীকে মারধর করায় পাল্টাপাল্টি সড়ক অবরোধ, জনগনের ভোগান্তি

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে সিটি কর্পোরেশনের রোড ইন্সপেক্টর রাজিব খানকে মারধর করেছে ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব। এঘটনায় বিকেল ৪টা থেকে সিটি কর্পোরেশনের কর্মচারীরা বিএম কলেজ সংলগ্ন কাউন্সিলর কার্যালয় ঘেরাও করে বিচারের দাবীতে অবরোধ করে।

এতে সাময়িক সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রতিবাদে পানি সম্পদ প্রতিমন্ত্রী সমর্থিত ১০ কাউন্সিলর ও সমর্থকদের নিয়ে বরিশাল সিএন্ডবি এলাকায় মহাসড়ক অবরোধ করে সিটি মেয়রের উস্কানীর প্রতিবাদে বিক্ষোভ করে।

একটি ভবনের প্লান চেক করতে সিটি কর্পোরেশনের কর্মচারী রাজিব হোসেন ২০ নম্বর ওয়ার্ডে যায়। কাউন্সিলর বিপ্লবকে না জানিয়ে তার এলাকায় যাওয়াতে রাজিবকে মারধর করে। এঘটনা শুনে ক্ষুব্ধ কর্পোরেশনের কর্মচারীরা কাউন্সিলর কার্যালয় সামনে বিক্ষোভ করে।
এনিয়ে কাউন্সিলর বিপ্লব বলে, এটা মেয়র সাদিক আবদুল্লার ষড়য়ন্ত্রের ফসল। তিনি কেবল ওই কর্মচারীকে ডেকে জিজ্ঞাসা করেছে মাত্র।

তার বিরুদ্ধে সিটি কর্পোরেশনের কর্মচারীরা বিক্ষোভ করায় পানি সম্পদ প্রতিমন্ত্রীর সমর্থক ১০ কাউন্সিলর নিয়ে পাল্টা সিএন্ডবি এলাকায় বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest