ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মে ৬, ২০২২
বিশেষ প্রতিনিধিঃ লেবুখালী পায়রা সেতু পরাপারের টোল চাওয়ায় দায়িত্বরতদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এমন অভিযোগ পাওয়া গেছে। এসময় দুই পক্ষের সংঘর্ষে টোলের ৪ কর্মচারী সহ মোট ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সন্ধ্যা সারে সাতটা দিকে পায়রা সেতুর দক্ষিন প্রান্তে টোলপ্লাজায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ ও দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্তক্ষদর্শিরা জানান, সংরক্ষিত সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেনের ছেলের বিয়ের গাড়িতে সেতু পারাপারের টোল চাওয়া হলে সিকিউরিটি ইনচার্জ মোঃ রাসেলে সঙ্গে বাঁক বিতন্ডা শুরু হয় একপর্যায়ে কতিপয় দুস্কৃতিকারী টোলের কর্মচারীদের উপর হামলা চালায় এতে সিকিউরিটি সুপারভাইজার রাসেল গুরুতর আহত হলে দুইপক্ষের মারামারি শুরু হয়। এসময় টোলের ইলক্ট্রিশিয়ান রাসেল, কর্মচারী সবুজ ও বাবু এবং অপর পক্ষের কিশোর নামের এক যুবক আহত হয়। খবর পেয়ে পটুয়াখালী থেকে অনেক নেতা-কর্মী ঘটনাস্থলে গিয়ে টোলে দায়িত্বরতদের দ্বিতীয় দফায় মারধর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
টোলপ্লাজার প্রজেক্ট ম্যানেজার মোঃ আসাদ গনমাধ্যমকে জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখেছি কিছু লোক কথা কাটাকাটির এক পর্যায়ে সিকিউরিটি সুপারভাইজারের সাথে হাতাহাতি শুরু করে এতে তার নাক ফেটে যায় পরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। তাদের আমরা চিনিনা। আমাদের কর্মচারীরা বলছে ঐ গাড়ির টোল চাওয়াতে তারা ক্ষিপ্ত হয়ে হামলা করেছে। গাড়িতে থাকা লোকজন হয়তো পরিচয় দেয়নি তাই তাদের কাছে টোল চাওয়া হয়েছে।
এবিষয়ে জানার জন্য দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দিলে আব্দুস সালাম তিনি জানান এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST