ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মে ২১, ২০২২
মিলন কান্তি দাস, নলছিটি (ঝালকাঠি )
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোহম্মদ জলিলুর রহমান আকন্দ। তিনি ২০০৪ সাল থেকে ওই প্রতিষ্ঠানে সুনামের সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ’র সাবেক প্রচার ওপ্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়াও তিনি সামাজিক ও মানবিক সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন’র উপদেষ্টা সহ তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে দীর্ঘ দিন ধরে যুক্ত আছেন।
উপজেলা শিক্ষা অফিসার মোহম্মদ আনোয়ার আজীম জানান উপজেলা নির্বাহী অফিসার, একাডেমিক সুপারভাইজার বদরুল আমিনসহ নির্বাচক
প্যানেল সবদিক বিবেচনা করে তাকে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করেছেন । তিনি জেলা পর্যায়ে উপজেলার জন্য সম্মান বয়ে আনবে বলে প্রত্যাশা করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST