নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অপরাজিতাদের মতবিনিময়

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২২

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অপরাজিতাদের মতবিনিময়

নলছিটি প্রতিনিধি। ঝালকাঠির নলছিটিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে রূপান্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্করের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আনিসুল রহমান হেলাল,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ আকন,রুপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কো-অরডিনেটর ঝুমু কর্মকার। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর জাতীয় পার্টির সভাপতি লিয়াকত হোসেন লিকু,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহমিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজিত এ মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আমির হোসেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest