বরিশালে বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেল দূর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২২

বরিশালে  বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেল দূর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ড বরিশাল ঢাকা মহাসড়ক আমতলার মোড় এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

(২৬মে)বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ঘটিকার সময় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরীর ৬নং ওয়ার্ড হাটখোলা (এম ইপি) গলি কাঠের গোলা এলাকার নারায়ণ চন্দ্র দে নারু এর ভাড়াটিয়া,উত্তম সাহার ছেলে সুদীপ্ত সাহা গোপাল (২৫) ও একই এলাকার (সারপট্টির) গলীর বাসিন্দা দিলীপ সাহার ছেলে অন্তু সাহা হৃদয় (২৪)।

স্থানীয় সুত্রে জানা যায়, হঠাৎ একটি বিকট শব্দ আসে। পিছনে তাকিয়ে দেখেন, নিয়ন্ত্রন হারিয়ে মটরসাইকেল আরােহী বৈদ্যুতিক খুঁটির সাথে স্বজোড়ে মুখমন্ডলে ধাক্কা লাগে । এতে করে ওই আরোহী ঘটনাস্থলে মারা যান ও তার সাথে থাকা আরও একজন গুরুতর আহত। স্থানীয়রা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন, কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত লোকমান হোসেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest