ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুন ২, ২০২২
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার হারতা ইউনিয়নের কাজী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী দ্বিপক মন্ডলের ছেলে দ্বিপ্ত মন্ডল (৮) হত্যার প্রতিবাদে হারতা বন্দর উওর পাড় দুপুর ৩টায় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে কালো ব্যাচ ধারন করে তারা একটি শান্ত প্রিয় মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এসময়ে উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শুনিল কুমার বিশ্বাস ইউপি সদস্য নিখিল চক্রবর্তী, কৃষ্ণ বাড়ৈ, সুভাষ রায়,কালবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বাচ্ছু,কাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাকর মন্ডল, মধ্য হারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন,হারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র ঘোষ,নাথারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকদেব বিশ্বাস,কালবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম খাঁন,জামির বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়,সহকারী শিক্ষক বিপুল দাস,সাতলা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র পান্ডে সহ শিক্ষক ও শিক্ষীকা মন্ডলি।এসময়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের উধ্বতন কর্মকর্তাদের কাছে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী দ্বিপ্ত মন্ডল হত্যার সঠিক তদন্ত করে সর্বচ্চ বিচারের দাবি জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST