ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নলছিটি: ঝালকাঠির নলছিটিতে পারিবারিক ঘটনার সূত্র ধরে মেঝ ভাই মেহেদী তালুকাদরের হাতে ছোট ভাই মেসকাত তালুকদার ওরফে শনু খুন হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার টিএন্ডটি সড়কে অবস্থিত তাদের নিজ বসত বাড়ীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে জানা যায়, শনিবার (৪ জুন) রাতের কোন একসময় মেঝ ভাই মেহেদেী তালুকদার তার রুমের একটি কক্ষে আটকিয়ে ছোট ভাইকে মারধর করেন। এরপর তিনি নিজেই তার বড় ভাই রুহুল তালুকদার কে বিষয়টি জানান। আহত অবস্থায় মেসকাত তালুকদারকে বরিশাল শেবাচিমে নিয়ে গেলে আনুমানিক ভোররাতের দিকে তার মৃত্যু হয়।
ঘাতক মেহেদী তালুকদার নিজে গিয়ে নলছিটি থানায় আত্নসমর্পন করেছেন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঝালকাঠি প্রশান্ত কুমার দে ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু: আতাউর রহমান। ঘাতক ও নিহত তাদের উভয়ের পিতার নাম মৃত- আমির আলী তালুকদার তিনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন । তাদের গ্রামের বাড়ী সূর্য্যাপাশায় হলেও তারা স্বপরিবারে উপজেলার টিএন্ডটি সড়কে অবস্থিত নিজেদের বাড়ীতে বসবাস করতেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST