ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুন ১০, ২০২২
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর যৌথ উদ্দ্যাগে “ফ্রি মেডিকেল ক্যাম্প” সম্পন্ন হয়েছে।
১০ ই জুন শুক্রবার বিকাল ৩টা সন্ধ্যা ৭টা পর্যন্ত বরিশালের ২৬ নং ওয়ার্ড হরিনাফুলিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পের কার্যক্রম পরিচালনা করা হয়েছে ।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগন দ্বারা ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে ।প্রায় ৫ শতাধিক পরিমাণে রোগীদের এই সেবা প্রদান করা হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজক পারভেজ সিকদার বলেন,পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড বরিশাল বাংলা বাজার শাখার অভিজ্ঞ চিকিৎসকবৃন্দের সহযোগিতার মাধ্যমে এই আয়োজন করা সম্ভব হয়েছে; সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো এবং একদিনের জন্য হলেও রোগীদের সেবা প্রদান করতে পেরেছি।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মধ্যে মেহেদী হাসান নামে একজন জানান বিনামুল্যে চিকিৎসা সেবা পেয়ে অত্যন্ত ভাল লেগেছে এবং প্রতি বছরেই যেন এমন আয়োজন করা হোক। উক্ত মেডিকেল ক্যাম্প বরিশালের ২৬ নং ওয়ার্ড জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।কেননা ১ম বারের মত এমন আয়োজন করা হয় এই গ্রামে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST