ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ২ কেজি গাজাসহ মো. মানিক গাজী (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত মো. মানিক গাজী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পক্ষীয়া এলাকার মৃত. বিশা গাজীর ছেলে।
শুক্রবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে পায়রা সেতুর টোলপ্লাজার উত্তর পাশে দুমকি থানার এসআই মোঃ সাকায়েত হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চেকপোস্ট করাকালে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা ভর্তি ব্যাগসহ তাকে আটক করা হয়।
দুমকি থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি ও পটুয়াখালী জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে দুমকিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে পুলিশ। শনিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST