নবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দুমকিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ।

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২২

নবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দুমকিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ।

বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে সাধারন শিক্ষার্থীদের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মাহাতুল মু’মিনীন হযরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শনিবার(১১ জুন) সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলটি সরকারি জনতা কলেজ মোর থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এসে মানববন্ধন করে উপজেলার সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি জনতা কলেজে ‘র মোঃ সাকিবুল ইসলাম, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দুমকি উপজেলা শাখা (সভাপতি)মোঃ রবিউল ইসলাম, সৃজনী বিদ্যানিকেতনের মোঃ রাতুল ইসলাম।
বক্তরা হযরত মুহাম্মদ (স.) ও হযরত আয়েশা(রা.) নিয়ে কটুক্তি কারীদের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সকল কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest