ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার
উজিরপুর উপজেলার শিকারপুরে শান্তিপূর্ণ ভাবে এই প্রথম বারে ইভিএমে ভোটগ্রহন চলছে। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্হিতি বেশ সন্তোষ জনক দেখা গেছে।১৫ জুন বুধবার শিকারপুর ইউপি নির্বাচনে সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত কোথাও কোন অপৃতিকর বা সহিংসতার ঘটনা ঘটেনি বলে তথ্য পাওয়া গিয়েছে।
প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, র্যাব, বিজিবি,ডিবি,আনসার বাহিনী সহ প্রশাসনের বেশ উপস্হিতি রয়েছে। এই ইউনিয়নে কিছু দিন আগে ইউপি চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদন্ধীতায় বিজয়ী হন।এরপরে ইউপি সদস্য ও নারী আসনের ইউপি সদস্য প্রার্থীদের নির্বাচিত করার লক্ষে ভোট গ্রহণ চলছে।বিভিন্ন প্রার্থীদের সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকাল থেকে দীর্ঘ লাইনে দাড়িয়ে পছন্দ মত ভোট প্রদান করছেন। ইউপি সদস্য প্রার্থী আনোয়ার হোসেন,যুবায়ের হোসেনসহ কয়েকজন প্রার্থী বলেন দুপুর পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটাররা তাদের ভোট দিয়েছে।বাকী সময় এভাবে ভোট অনুষ্ঠিত হলে তারা স্বস্তি পাবেন।ভোটাররা বলেন এই প্রথমবারের মত তারা ইভিএমে ভোট প্রদান করেছেন। উজিরপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ শেখ জানান দুপুর পর্যন্ত কোথাও কোন সহিংসতার ঘটনা ঘটেনি।পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্হিতিতে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন চলছে। ইভিএমে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে কোন কারচুপির সুযোগ নেই।
কোথাও কোন প্রকার অনিয়ম বা অপৃতিকর ঘটনা হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST