ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
এম কে ,কামরুল ইসলাম নলছিটি ঝালকাঠি ,
ঝালকাঠি জেলায় নলছিটি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি দোকান পুড়ে ছাই,
নলছিটি উপজেলার ৪নং দক্ষিণ রানাপাশা উকিল বাজারে মঙ্গলবার (১৪ জুন) আনুমানিক রাত ১২ সময় কে বা কাহারা রাতের আঁধারে আগুন লাগিয়ে পালিয়ে যায় , এতে করে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায় , এর ভিতর ৭ টি মুদির দোকান ১ টি ওষুধের দোকান রয়েছে।
দোকানের মালিকরা জানান রাতে হঠাৎ শুনি দোকানে আগুন লেগেছে। এসে দেখি এলাকার লোকজন আগুন নিভাতে চেষ্টা করছে। এক পর্যায়ে আমাদের দোকানে বিভিন্ন প্রকার মুদি ও মালামাল কসমেটিক্স সহ দোকান বেশ মালামাল পুড়ে ছাই হয়ে যায় , এতে প্রায় ১০/১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
১/মোহাম্মদ সবুজ হাওলাদার ২/মোহাম্মদ তুহিন ৩/মোঃ কামাল হাওলাদার ৪/মোহাম্মদ আফজাল হোসেন ৫/শ্রী গৌরাঙ্গ ৬/ শাহিন হাওলাদার ৭/জালাল হাওলাদার ৮/মোঃ সেলিম হাওলাদার
ফায়ার সার্ভিস খবর দিলে একপর্যায়ে ফায়ার সার্ভিস কে ফোন করে মধ্যরাস্তা থেকে ফেরত পাঠানো হয় ফোনে ফায়ার সার্ভিসকে বলা হয় দোকান পুড়ে ছাই হয়ে গেছে আপনাদের আসার প্রয়োজন নাই।
নলছিটি থানা একটি অভিযোগ দায়ের করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST