ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২২
শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত ও ২০ জন যাত্রী আহত হয়েছে বলে তথ্য পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন রুহুল আমিন, আব্দুর রহমান, মো. হাসান, নুরুল আমিন, শহিদুল ইসলাম। নিহতদের সবার বাড়ি গাজীপুরের কোনাবাড়ী উপজেলায়। নিহতদের লাশ উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সুত্রে জানা যায়,মাইক্রোবাসটির চাকা পাংচার হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেল্লে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ওই পাঁচজন নিহত হন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিল। নতুন শিকারপুর এলাকায় প্রায়ই এরকমের সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।আর কত মানুষের প্রান ঝড়লে সড়ক দুর্ঘটনা থেকে রেহাই পাবে পথচলা নিরীহ মানুষ এমন প্রশ্ন জনমনে। এদিকে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু,পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।অপরদিকে নিহত পরিবার ও এলাকায় এমন আকস্মিক মৃত্যু বরন করায় শোকের ছায়া বিরাজ করছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST