ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
এম কে,কামরুল ইসলাম নলছিটি ঝালকাঠি,,
ঝালকাঠির নলছিটিতে নেশার টাকা না দেওয়ায় বৃদ্ধ পিতাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেছে তারই নেশাগ্রস্ত মাদকাসক্ত ছেলে বৃদ্ধ । বৃদ্ধ পিতার উপরে মাদকসক্ত ছেলের হামলার বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ।এ নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গর ।গত শুক্রবার দুপুর ১১ঃ৩০ মিনিটে সবুজ হাওলাদারের দোকানের সামনে বসে এই হামলার চালানো হয়। আহাত বৃদ্ধ নলছিটি থানার ৫ নং সুবিদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম গোপালপুর গ্রামের বাসিন্দা ।মৃত বিক্রম আলি হাওলাদার এর ছেলে ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী হাওলাদার ।বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সূত্রে জানা যায়
ইয়াকুব আলী হাওলাদারের ছেলে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। মাদকের টাকা জোগাড় করতে এলাকায় নানা ধরনের অপকর্ম চালাচ্ছে। মাদক সেবনের টাকার জন্য বিভিন্ন সময়ে তার পিতাকে মারধর করতে।
ঘটনার দিন মাদক সেবন করার জন্য পিতা ইয়াকুব আলি হাওলাদার এর কাছে টাকা চাইলে আবুল বাশার ও পলাশ। টাকা দিতে না পারায় কিল ঘুসি লাঠি দিয়ে মারধর করে পিতা ইয়াকুব আলীকে ।এ সময় তার চিৎকার শুনে দোকানদার সবুজ ছুটে আসলে তাকেও পিটিয়ে আহত করে পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তৎক্ষণিকভাবে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বর্তমানে তিনি ওই হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বৃদ্ধ পিতার তার উপরে মাদকাসক্ত ছেলের এমন অমানুষিক নির্যাতনের বিষয়টি ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দরা। তারা এই নেশাগ্রস্ত মাতাল ছেলেদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন ।এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চালছে বলে ও আহত আরো জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST