ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২
বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিবেশীর ছাগল চুরি করে জবাই করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজাউল হক রাজনকে গোস্তসহ আটক করেছে দুমকি থানা পুলিশ।
বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আবু গাজীর(৬০) সাথে মৃত. বীর মুক্তিযোদ্ধা নুরুল হক মেম্বারের ছেলে রেজাউল হক রাজনের (৫০) জমিজমা সংক্রান্ত বিরোধে জেরে কথার কাটাকাটি হয়। উক্ত কথা কাটাকাটির জের ধরে ঐ দিন বিকেলে আবু গাজীর একটি গৃহপালিত ছাগল রেজাউল হক রাজন এর বাড়িতে গেলে পূর্ব শত্রুতার জের হিসেবে ছাগলটি পেয়ে প্রথমে দুই-তিনটি কোপ দেয়। পরে বেশি গুরুতর জখম হলে জবাই করে দেয়।
বিষয়টি জুয়েল গাজী ও শাহজাহান গাজীর মাধ্যমে জানতে পেরে আবু গাজী কেন ছাগল জবাই করেছে জিজ্ঞাসাবাদ করলে রেজাউল করিম (রাজন) তাকে কোন সদুত্তর না দিয়ে উল্টো গালমন্দসহ খুন জখমের হুমকি প্রদান করে এবং নানা ভয়-ভীতি দেখায়।
এরই প্রেক্ষিতে, এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে আবু গাজী বাদী হয়ে বুধবার দিবাগত রাত ৮ টায় রেজাউল হক রাজন এর বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে দুমকি থানা পুলিশ তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত রেজাউল হক রাজনকে আটক করে।একই সাথে জবাইকৃত ছাগলের গোস্ত তার ফ্রীজ থেকে জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, এ ব্যপারে ২৮/০৭/২২ তারিখে একটি মামলা দায়ের হয়েছে। যার নম্বর -১৩ ধারা ৩৭৯ ও ধৃত আসামিকে কোর্টে প্রেরন করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST