বিএম কলেজের হোস্টেলের ঝুঁকিপূর্ণ ভবনে শত শত শিক্ষার্থী বসবাস

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২

বিএম কলেজের  হোস্টেলের ঝুঁকিপূর্ণ ভবনে শত শত শিক্ষার্থী বসবাস

লিটন বাইজিদঃ দক্ষিণ বাংলার অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী সরকারি বরিশাল বিএম কলেজ এর ছাত্রদের থাকার জন্য বরাদ্দকৃত হোস্টেল এর ভবনগুলো যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের অভ্যন্তরে দক্ষিন পার্শ্বে অবস্থিত অনেক বছর আগে নির্মিত ছাত্রদের থাকার জন্য দুটি ভবন নির্মিত হয় যার নাম দেওয়া হয় ডিগ্রী হোস্টেল। এ হোস্টেলে যুগ যুগ ধরে ছাত্ররা থেকে খেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন।
বহু রাজনীতিবিদও এখানে থেকে লেখাপড়া করেছেন। এরকম ঐতিহ্যবাহি একটি হোস্টেল ভবনে বসবাসরত ছাত্রদের যেন এখন দুর্ভোগের শেষ নেই। কম খরচে হোস্টেলে থেকে প্রাতিষ্ঠানিক সুবিধা নিতেই বহু ছাত্রের বসবাস এই হোস্টেলে। বাৎসরিক ৪৫০০ টাকা করে রুম ভাড়া দিয়ে প্রতি রুমে ৪ জন থাকতে হয়, এই হোস্টেলে প্রায় ৪০০ ছাত্র বসবাস করছে বর্তমানে বলে জানা যায় ।

বসবাসরত ছাত্রদের দুর্ভোগের অন্যতম কারণ ঝুঁকিপূর্ণ ভবন, স্যাঁতস্যাঁতে রুমের পরিবেশ, হোস্টেল ভবনের অনেক জায়গায় ছাদের পলেস্তর ক্ষয়, রুমের পলেস্তর ভেঙে পড়েছে যা নিয়ে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয় ছাত্রদের, এছাড়া গোসলখানা বাথরুমের অবস্থাও বেগতিক।

হোস্টেলে বসবাসরত কয়েকজন শিক্ষার্থী বলেন, দূরদূরান্ত থেকে বিএম কলেজে পড়তে এসেছি বাইরে থাকতে গেলে অনেক খরচ, তাই খরচ কমাতে কষ্ট হলেও বিএম কলেজের হোস্টেলে থাকছি। কিন্তু বর্তমানে হোস্টেলের অবস্থা এতটাই খারাপ যে সর্বদাই আতঙ্কে থাকা লাগে এই বুঝি ভবনের ছাদ ভেঙে মাথার উপরে পরলো। কলেজের অভ্যন্তরে অনেক দৃষ্টিনন্দন ভবন থাকলেও ছাত্রদের থাকার ভবনের সংস্কার ও নতুন ভবন নির্মাণে কেন কর্তৃপক্ষের অনীহা সেটা আমরা জানি না। আমরা চাই দ্রুত ছাত্রদের থাকার জন্য নতুন ভবন নির্মাণ করা হোক।

এ বিষয়ে কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন সরোয়ার বলেন ছাত্র হোস্টেলের ভবনগুলি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যা মেরামত করলেও কোনো কাজে আসবে না, তবে শিক্ষা প্রকৌশলী বরাবর নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে নতুন ভবন তৈরি হলে সংকট কেটে যাবে ।

কলেজের অধ্যক্ষ ডঃ গোলাম কিবরিয়া বলেন, আমরা শিক্ষা প্রকৌশল এর কাছে ছাত্রদের থাকার জন্য পুরাতন ভবন সংস্কার এবং নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করেছি, খুব শীঘ্রই বিষয়টির সমাধান হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest