২০২২-২৩ আর্থিক সালে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

২০২২-২৩ আর্থিক সালে দেশীয় প্রজাতির মাছ এবং  শামুক সংরক্ষণ ও উন্নয়ন

বিশেষ প্রতিনিধি নলছিটি উপজেলা
২০২২-২৩ আর্থিক সালে দেশীয় প্রজাতির মাছ এবং
শামুক সংরক্ষণ ও উন্নয়ন
প্রকল্পের আওতায় ২৫/০৮/২০২২ তারিখ, সকাল ১০.০০ ঘটিকায়, নলছটি উপজেলার তালতলা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে,,

* কারেন্ট জাল – ৩০০০ মিটার
* চাক জাল- ১০ টি,
জব্দ করা হয়।

যার আনুমানিক মূল্য –
৭০ হাজার টাকা।

জব্দকৃত জালগুলো উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে উপজেলা চত্তরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে ফেলা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest