ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২
উজিরপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী আনিচ ফেনসিডিল ও গাঁজাসহ গ্ৰেফতার
উজিরপুর প্রতিনিধি
বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আনিচ হাওলাদারকে ফেনসিডিল ও গাঁজাসহ গ্ৰেফতার করেছে র্যাবের ৮। শনিবার সকাল সোয়া ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর মেজর মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ব্যাপক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনিচকে তার বাড়ির সামনে থেকে ৩১পিস ফেনসিডিল, ৬ শত গ্ৰাম গাজা,২টি মোবাইলসহ গ্ৰেফতার করেছে। র্যাবের বি.এ.ডি আঃ মতিন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইনে আনিচ হাওলাদার(৩৫) এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত আনিচ গুঠিয়া গ্ৰামের মৃত আঃ জবেদ আলী হাওলাদারের ছেলে। সুত্রে জানা যায় মাদক সম্রাট আনিচ হাওলাদারের বিরুদ্ধে মাদক,অস্ত্রসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।র্যাব ৮ এর পক্ষ থেকে জানান যে তাদের অভিযান চলমান এবং সর্বনাশা মাদক দ্রব্য থেকে দেশ ও যুব সমাজ রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST