ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধার ঘর নির্মানে বাধা,হত্যার হুমকি

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২

ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধার ঘর নির্মানে বাধা,হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক ঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় সরকারের বরাদ্দকৃত মুক্তিযোদ্ধাদের ঘর বীর নিবাস তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। এর প্রতিবাদ জানালে মুক্তিযোদ্ধা মৃত আঃ জলিল খলিফার স্ত্রী ও সন্তানদের মেরে ফেলার ও তাদের সরকারি চাকুরী খেয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। হুমকি দাতারা হলেন,পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন পৈকখালি গ্রামের বাসিন্দা আঃ কাদের হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার, মৃত মহব্বত আলী সিকদার’র ছেলে আঃ লতিফ সিকদার, কাদের হাওলাদার’র স্ত্রী মমতাজ বেগম ও মৃত সামছু সিকদার’র ছেলে নুরু সিকদার। এ ব্যাপারে মুক্তিযোদ্ধার স্ত্রী ভীতসন্ত্রস্ত হয়ে ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেছেন। তাদের বাধার কারনে ঘর নির্মান বন্ধ থাকায় পরিবারটি বাধ্য হয়ে তাদের পুরনো জরাজীর্ন ঘরে বসবাস করছেন। উল্লেখ্য মরহুম মুক্তিযোদ্ধা জলিল খলিফার তিন সন্তানই চাকুরির কারণে বাড়ীতে থাকেন না। যার কারণে উল্লেখিত হুমকি দাতারা বাড়ীতে উপস্থিত মহিলাগনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নাজেহাল করছেন বলে তারা জানিয়েছেন। বর্তমানে তারা ঘর নির্মানে বাধার দেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধার কৃষি জমি দখলেরও পাঁয়তারা করছেন। এছাড়া হুমকি দাতাদের অনেকের নামে ইতিপূর্বে থানায় মাদক মামলাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। মরহুম মুক্তিযোদ্ধার স্ত্রী মোর্শেদা বেগম আরও বলেন, তারা আমাদের কাছে কোন জমি পাবে না শুধু আমাদের হয়রানি করার জন্যই এসব করা হচ্ছে। তারা আমার ছেলেদের নামে বিভিন্ন জায়গায় মিথ্যে অভিযোগ দিয়েও আমাদের হয়রানি করছেন। আমার ছেলেদের বাড়ীতে আসলে খুন জখম করবেন বলে হুমকি দিয়ে রেখেছে তাই আমার ছেলেরা বাড়ীতে আসতে ভয় পাচ্ছে। ভুক্তভোগী পরিবারটি নিরুপায় হয়ে এই ভূমিদস্যুদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্জি জানিয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest