ঝালকাঠিতে পুলিশ ম্যাজিট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি॥ ঝালকাঠিতে মাসিক পুলিশ-ম্যাজিট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জজ আদালতের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পারভেজ শাহরিয়ারের সভাপতিত্বে কনফারেন্স সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুল হক। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসকের প্রতিনিধি মিলন চাকমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবুল কালাম, বিচারক মাহবুবা শারমিন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো: মাসুদ রানা, র‌্যাব -৮ প্রতিনিধি মো: রেজাউল, সিভিল সার্জনের প্রতিনিধি চিকিৎসক আবুয়াল হাসান, অফিসার্স ইনচার্জ (ডিবি) মো: ওবায়দুল হক চৌধুরী, সদর থানার অফিসার্স ইনচার্জ মো: খলিলুর রহমান, রাজাপুর থানা অফিসার্স ইনচার্জ পুলক চন্দ্র রায়, কাঠালিয়া থানার অফিসার্স ইনচার্জ মো: মুরাদ আলী, পিপি’র প্রতিনিধি এড. আ: জলিল, এপিপি বনী আমীন বাকলাই, এপিপি সঞ্জয় মিত্র, সিএসআই জাকির হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর ফিরোজ মাহমুদ, বন কর্মকর্তা মো: জিয়াউল ইসলাম বাকলাই, পিবিআই প্রতিনিধি মো: আবু জাফর, কোর্ট ইন্সপেক্টর একেএম হুমায়ূন কবির, মাদক দ্রব্য কর্মকর্তা আ: কাদের এবং পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ কমিটিভুক্ত জেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কনফারেন্স এ আলোচ্য বিষয় ছিল সমনজারি/ গ্রেফতারী/হুলিয়া পরোয়ানা তামিল, পুলিশ কর্তৃক মামলায় সাক্ষী উপস্থিতকরণ, আদালতে আসা-যাওয়ার পথে এবং আদালত চত্বরে সাক্ষীদের নিরাপত্তা, ইনকোয়ারী বা ইনভেস্টিগেশন এর ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ, সময়মত মেডিক্যাল সার্টিফিকেট/ ময়না তদন্ত প্রতিবেদন/ ফরেনসিক/ ভিসেরা রিপোর্ট প্রাপ্তি, হুলিয়া জারি এবং সম্পত্তি জব্দ করার বিষয়ে দ্রুত প্রতিবেদন প্রাপ্তি ও বিচারক ও ম্যাজিস্ট্রেটগণের নিরাপত্তা ব্যবস্থা এবং আদালত চত্বরে নিরাপত্তা বিধান।
সভায় জানানো হয়, ঝালকাঠি জেলায় বিগত জানুয়ারী থেকে আগস্ট মাস পর্যন্ত জুডিসিলায় ম্যাজিস্ট্রেট আদালত গুলোতে ২ হাজার ৫০৮টি মামলা দায়ের হয়েছে। এ সময় ২ হাজার ৪৯২টি মামলা নিষ্পত্তি হয়েছে। আদালতগুলোতে দায়েরকৃত মামলার মধ্যে ৮৬১টি জিআর, ২৯৯টি নন-জিআর, ১২১৬টি সিআর ও ৯২টি মিসকেস ।
উল্লেখ্য এই ৮ মাসে জিআর ৮৩০টি, নন-জিআর ৩৫৭টি, সিআর ১১৯৬টি, মিসকেস ৯২টি, আপিল ৫টি ও টিপি ৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। ঝালকাঠি জেলায় মটরযান আইনে আগস্ট মাস পর্যন্ত পূর্বের ৫০২ টি মামলাসহ ১২৩টি মামলা দায়ের হয়েছে। মোট ৬২৫টি মামলার মধ্যে পুলিশ সুপার কর্তৃক ৩ লক্ষ ৬৬ হাজার ৭শত টাকা অর্থদন্ড করে ১৪২টি মামলা নিষ্পত্তি হয়েছে।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পারভেজ শাহরিয়ার বলেন, “বিচার প্রার্থীরা যাতে দুর্ভোগে না পড়ে সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। মামলা যাতে দ্রুত সময়ের মাধ্যমে নিষ্পত্তি করা যায় সেদিকে লক্ষ রাখতে হবে। থানায় জমাকৃত ওয়ারেন্ট নিস্পত্তি করে কমিয়ে আনার পরামর্শ প্রদান করেন। সরকারী চাকুরীজীবিরা হচ্ছে জনগনের সেবক। সুতরাং জনগণ যাতে ন্যায্য বিচার পায় এবং দুর্ভোগে না পড়ে সেটা আমাদের কাম্য।”


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest