পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকা সৃষ্ট নিম্নচাপ

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকা সৃষ্ট নিম্নচাপ

এম কে কামরুল ইসলাম নলছিটি ঝালকাঠি
পুর্নিমার জোয়ার এবং তিন দিন ধরে অব্যাহত মাঝারী থেকে ভারী বর্ষনের কারনে ঝালকাঠির নলছিটি প্রধান i তিন নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এতে জেলার প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান ও ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার সুগন্ধা, বিষখালী ও হলতা নদীর পানির উচ্চতা গত ২৪ ঘন্টায় ৪ মিটার বৃদ্ধি পেয়েছে যা বিষখালীর ত্রি-মোহনায় বিপদসীমা ছাড়িয়েছে ২৭ সেন্টিমিটার উপরে বইছে।

কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তরের ঘোষনা ছিল জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ঝালকাঠিসহ উপকূলীয় ১৫ জেলা। আবহাওয়ার এই সতর্কবার্তার পর থেকে জলোচ্ছাস আতংকে কাটাচ্ছে এ জেলার নদী তীরবর্তী বাসিন্দারা। বিশেষ করে বেরীবাঁধহীন কাঠালিয়া উপজেলার ১৫ গ্রামের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে।

এদিকে রোববার সকাল থেকে নলছিটি থেমে থেমে ভারীবর্ষন শুরু হয়ে টানা ৪ দিন ধরে চলছে থেমে থেমে বৃষ্টি। বাতাাসের সাথে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নদীর পাড় উপচে জেলার বিস্তর্ণ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বেড়িবাঁধ না থাকায় কাঁঠালিয়া উপজেলায় ডুবেছে ১৫টি গ্রাম। নলছিটি, রাজাপুর ও সদর উপজেলায় ডুবেছে আরো ৩৫ টি গ্রাম।
এছাড়া অনেক স্থানে আমনের বীজতলা ও সবজির বাগান পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। পানি দীর্ঘস্থায়ী হলে তার বীজ ও সবজির ব্যপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest