ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২২
রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি: ঝালকাঠির পূজা ম-পে মন্ডপে গান গেয়ে দর্শনার্থীদের মাতালেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। সোমবার রাতে ঝালকাঠির আখড়া বাড়ী ও কালি বাড়ী মন্দিরে ডিআইজি এসএম আক্তারুজ্জামান পরিদর্শনকালে পূজা মন্ডবে আগত দর্শনার্থীদের আনন্দ ও উৎসাহ দেয়ার জন্যে তিনি মিউজিকের তালে তালে গান পরিবেশন করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল প্রশান্ত কুমার দে, ডিআই ১ আমজাদ হোসেন (এএসপি), সদর থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান, অধ্যাপক ডা: অসীম সাহা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়ের বাবু তরুণ কুমার কর্মকার ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক অমরেশ রায় চৌধুরীসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
ঝালকাঠি জেলা পূজা উৎযাপন কমিটি ডিআইজি এসএম আক্তারুজ্জামানকে পুজা মন্ডপ পরিদর্শনকালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, “হিন্দু সম্প্রদায়ের শারদীয় উৎসব দূর্গা পুজা চলাকালিন বরিশাল বিভাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইন শৃঙখলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। দূর্গা পূজায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।”
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST