দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস পালন

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২

দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস পালন

বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার (৫ অক্টোবর) সকালে উপজেলার বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষকদের অংশ গ্রহনে প্রেসক্লাব চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদ্মা ব্যাংক চত্ত্বরে শেষ হয়। পরে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সরকারি জনতা কলেজের সহকারি অধ্যাপক একেএম সহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন সুমন, আংগারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুর রব, মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস নাসিমা বেগম, সহকারি শিক্ষকদের পক্ষে মো: হারুন অর রশিদ প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা অবিলম্বে শিক্ষক বৈষম্য দূরীকরণে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, দুমকি টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ অধ্যক্ষ মো: জামাল হোসেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest