দুমকিতে আলিম মাদ্রাসায় প্রতিষ্ঠাতার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২২

দুমকিতে আলিম মাদ্রাসায় প্রতিষ্ঠাতার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধিঃপটুয়াখালীর দুমকিতে উত্তর মুরাদিয়া বশিরিয়া দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার আয়োজনে উপজেলার অন্যতম শিক্ষা প্রসারক ও সমাজসংস্কারক মরহুম আজিজ উদ্দিন আহম্মেদ এর ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার(২০ অক্টোবর) বেলা ১২ টায় তাঁর নিজ প্রতিষ্ঠিত উত্তর মুরাদিয়া বশিরিয়া দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ আব্দুর রব এর সভাপতিত্বে আরবী প্রভাষক মাও. সাইফুল্লাহ বিন নাসির এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এ্যাড. মেহেদী হাসান মিজান। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল কাদের, সাবেক জেলা পরিষদ সদস্য সৈয়দ ফজলুল হক, প্রতিষ্ঠা পরিবারের সদস্য মোঃ বাবলু হাওলাদার প্রমূখ। এছাড়াও অত্র মাদরাসার সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকও গণমাধ্যমেরকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আজিজ উদ্দিন আহম্মেদ আহম্মেদ কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ সমাজের বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে স্মৃতিচারণ করেন। এছাড়াও তাঁর পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানের পূর্বে মরহুম আজিজ উদ্দিন আহম্মেদ এর কবর জিয়ারত করেন আমন্ত্রিত অতিথি সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইবতেদায়ী প্রধান মাও. আজিজুল হক।

উল্লেখ্য, মরহুম আজিজ আহম্মেদ উক্ত মাদ্রাসাসহ সাতটি শিক্ষা প্রতিষ্ঠান নিজের জমি, অর্থ ও শ্রম দিয়ে প্রতিষ্ঠা করেছেন। তিনি ২০১০ সালের ১৫ অক্টোবরে মৃত্যুবরন করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest