বরিশালে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে বাঙালির প্রাচীন ঐতিহ্য নবান্ন উৎস ১৪২৯ অনুষ্ঠিত।

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২

বরিশালে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে বাঙালির প্রাচীন ঐতিহ্য নবান্ন উৎস ১৪২৯ অনুষ্ঠিত।

মোঃ শাহাজাদা হিরা

বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে মিশে আছে। বাংলাদেশ ধানের দেশ-গানের দেশ-পাখির দেশ। তাই অগ্রহায়ণে ধান কাটার উৎসব গ্রামবাংলা তথা বাঙালির প্রাচীন ঐতিহ্য। পহেলা অগ্রহায়ণ মানেই ছিল বাঙালি গেরস্থ বাড়িতে উৎসবের আমেজ। নতুন ধানের গন্ধে ম ম উঠান বাড়ি। আবহমান এই ঐতিহ্যকে ধরে রাখতে পহেলা অগ্রহায়ণ দিনটি নবান্ন উৎসব হিসেবে পালন করে আসছে এদেশের কৃষিতান্ত্রিক পরিবারগুলো। আজ ১৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসন বরিশাল ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে নবান্ন উৎস ১৪২৯ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাহজাহান, জেলা কালচারাল অফিসার বরিশাল হাসান রশিদ মাকসুদ, সাংস্কৃতিজন কাজল ঘোষ, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিজন ললিত কুমার দাস, সাংস্কৃতিজন শুভঙ্কর চক্রবর্তী, সাধারণ সম্পাদক বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ দেবাশীষ চক্রবর্তী, প্রধান শিক্ষক শহীদ আবদুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় পাপিয়া জেসমিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা নবান্নের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এসময় অনুষ্ঠানে নবান্নের বিভিন্ন পিঠা পুলির আয়োজনের পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest