কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।।

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।।

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কলাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়, ওয়ান ষ্টপ ক্রাইসিস সেল ও এডিডি ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে কলাপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকাল ১০ টায় কলাপাড়া উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঠ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কলাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, পৌর মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের কলাপাড়া উপজেলা প্রোগ্রাম অফিসার মো. ইদ্রিস আলম প্রমুখ। এছাড়াও নারী সংগঠনের প্রতিনিধি, স্কুল-মাদ্রাসার ছাত্রীরা, শাপলা, গোলাপ, সূর্যোদয় ও অর্ণিবান প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দসহ প্রায় ৫০ জন প্রতিবন্ধি নারী অংশগ্রহন করেন।

 

 


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest