ঢাকা ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০
মোঃ জসমি উদ্দনি, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার (৮ মার্চ) বেলা ১১টায় দুমকি উপজেলা কমপ্লেক্স চত্তর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আল-ইমরানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. হারুন অর রশীদ হাওলাদার প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দুমকি বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল মহিলা কলেজ অধ্যক্ষ মো: জামাল হোসেন,উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. আনিসুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST