ঢাকা ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০
মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ১৩ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষণের মামলায় একমাত্র আসামি মনির মাঝিকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ভোলার বোরহানউদ্দিন থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি চরমোন্তাজ স্লুইস বাজারের একটি ঘরে চরমোন্তাজ এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া ওই স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। ঘটনার দুইদিন পর ২৫ ফেব্রুয়ারি স্কুলছাত্রীর মা বাদি হয়ে রাঙ্গাবালী থানায় মনির মাঝিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মনিরকে গ্রেফতার করা হয়। মনির ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বারেক মাঝির ছেলে এবং চরমোন্তাজ স্লুইস বাজারের বাহাদুর মুন্সীর ওয়ার্কসপের দোকানে কাজ করতো। মামলার এজাহারে স্কুল ছাত্রীর মা উল্লেখ করেন, গত ২৩ ফেব্রুয়ারি বিকেল ৫ টা ১০ মিনিটে চরমোন্তাজ স্লুইস বাজারের বাহাদুর মুন্সীর ঘরের সামনের গাছ থেকে তার মেয়ে বড়ই পারছিল। তখন বিবাদী মনির তার মেয়েকে বাহাদুর মুন্সির ঘরে ডেকে নিয়ে যায়। একপর্যায় মুখ চেপে ধরে জোরপূর্বক তার মেয়েকে ধর্ষণ করে। পরে তার মেয়ে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুঁটে আসলে কয়েকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে মনির পালিয়ে যায়। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, আসামিকে ভোলা থেকে রাঙ্গাবালী আনা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST