ঢাকা ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০
মোঃ ইব্রাহীম, মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার এই প্রতিপাদ্য সামনে রেখে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি রেলী শুরু হয়ে পাতার হাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহারিন আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু। এ সময় অন্যান্যের মধ্যে বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) এর মেহেন্দিগঞ্জ উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, মনিটরিং এন্ড রিসার্চ অফিসার মোঃ মিজানুর রহমান, ট্রেনিং অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম ইউসুফ আলী সৈকতসহ মহিলা বিষয়ক কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST