বরিশালে ছিনতাইতে বাঁধা দেয়ায় গৃহবধূর ভুড়ি বের করে দিলো সন্ত্রাসীরা

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

বরিশালে ছিনতাইতে বাঁধা দেয়ায় গৃহবধূর ভুড়ি বের করে দিলো সন্ত্রাসীরা
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো :- পূর্বশত্রুতার জের ধরে ব্যাবসায়ীর স্ত্রীকে কুপিয়ে ভুড়ি বের করে দিয়ে ১ লাখ ১০ হাজার টাকা ছিনতাই মামলার আসামীকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর)খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামি লাল মিয়া(২৯) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের রবিপুর গ্রামের বাশার হাওলাদারের ছেলে। উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলম জানান, গত ২০ ফেব্রয়ারি সকালে ঢাকায় টাইলস ব্যাবসায়ী হানিফের স্ত্রী নিশি বেগম বরিশাল থেকে ঢাকায় যাওয়ার জন্য বরিশাল ফকির বাড়ী রোড হোটেল আবিদের কর্মচারী লাল মিয়া(২৯) কে এ্যাডভেঞ্চার লঞ্চে সিট রাখতে বলেন। বিকাল ৫ টায় নিশি বেগম বাড়ি থেকে বরিশাল লঞ্চঘাটে এসে লালমিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন। তখন লালমিয়া নিশি বেগমকে কাশীপুরে জমি দেখানোর কথা বলে অটোরিক্সায় কাশীপুর নিয়ে রাস্তার পাশে নির্জন যায়গায় বসে নিশি বেগমকে লাল মিয়ার সাথে থাকা চাকুদিয়ে কুপিয়ে ভুড়ি বের করে দিয়ে নিশি বেগমের সাথে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়ারা নিশি বেগমকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। এ ঘটনায় নিশি বেগমের স্বামী ঢাকায় টাইলস ব্যাবসায়ী হানিফ এ ব্যাপারে গত ২৬ ফেব্রয়ারি বরিশাল বিমান বন্দর থানায় একটি ছিনতাই মামলা করেন। উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম আরও জানান, ইতিপূর্বে আসামী লাল মিয়ার সাথে নিশি বেগমের স্বামী হানিফের অর্থ লেনদেন সংক্রান্ত শত্রুতা ছিল। এর আগে রবিবার দুপুরে বিমানবন্দর থানার ওসি (অপারেশন) মোস্তাফিজুর রহমান, এসআই মাইনুলের টিম বরিশাল ফকিরবাড়ী রোড হোটেল আবিদ থেকে লাল মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি লাল মিয়াকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest