ধান কেটে বাড়ি পৌছে দিলেন কোম্পানীগঞ্জের সেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস্ সোসাইটির ” সদস্যরা

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মে ৯, ২০২০

ধান কেটে বাড়ি পৌছে দিলেন কোম্পানীগঞ্জের সেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস্ সোসাইটির ” সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

কোম্পানীগঞ্জের সিরাজপুরে সেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস্ সোসাইটির ” উদ্যোগে ফ্রেন্ডস্ সোসাইটির স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোবিন্দ ব্যাপারী বাড়ির লিটন দেবনাথ নামক একজন অসহায় দরিদ্র কৃষকের ৪০ কাঠা ধান কেটে তা মাড়াই করে দিয়ে কৃষকে সাহায্য করে। ধান কাটা ও সংরক্ষণ কাজে উপস্থিত থেকে কাজ করেন ফ্রেন্ডস্ সোসাইটির সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শুভ মজুমদার, অর্থ সম্পাদক প্রান্ত মজুমদার, প্রচার সম্পাদক সোমেন আইচ সহ অন্যান্য সদস্য বৃন্দ শাহাাদাত,রাকিব,হৃদয়,অর্পন,পিকলু,পিয়াস,শিপু,বাদশা আরো অনেকেই। সোসাইটির সদস্যরা জানাই তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোন অসহায় মানুষদের জন্য, যেকোন মানবিক কাজে ফ্রেন্ডস্ সোসাইটি সর্বদা কাজ করে যাবে। সমাজের সকল মানুষের মানুষের প্রতি অনুরোধ জানান সবাই যেন মানবিক কাজে আরো এগিয়ে আসে তাহলে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest