কলাপাড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত যুবকের মৃত্যু, নতুন সনাক্ত ৩

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

কলাপাড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত যুবকের মৃত্যু, নতুন সনাক্ত ৩
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পারভেজ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল সোমবার রাত দশটার দিকে তার রিপোর্ট পজেটিভ আসলে বিষয়টি নিশ্চিত করেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবকল্পনা কর্মকর্তা চিন্মময় হাওলাদার। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে উপজেলায় আরও ২ জনের রিপোর্ট পজেটিভি এসেছে। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। তারা বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। নতুন যে ৩ জন আক্রান্ত হয়েছে তাদের সবার বাড়ি কলাপাড়া পৌর শহরের মধ্যে ১ জনের বাড়ি নাইয়াপট্রি, আর ২ জনের বাড়ি রহমতপুর এলাকায়। এদিকে মৃত্যু পারভেজের রিপোর্ট গতকাল পজেটিভ আসার পর তার বাড়িসহ নাইয়াপট্রি এলাকা লকডাউন করা হয়েছে। এছাড়া তার সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্মময় হাওলাদার ।

 


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest