নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্টে মাসুদুর রহমান ভূঁইয়া সেন্টু এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘরের মধ্যে কাজ করতে গিয়ে অসাবধানতাবসত এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

শুক্রবার ২৬জুন রাত ৮টার দিকে সেনবাগ পৌরসভার ৩নং ওয়ার্ড অর্জুনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদুর রহমান ভূঁইয়া সেন্টু ওই গ্রামের ভূঁইয়া বাড়ীর আবুল হাসেম ভূঁইয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় কাউন্সিলর খুরশিদ আলম জানান, রাতে নিজ ঘরে কাজ করছিলেন সেন্টু। এ সময় বিদ্যুতের ফ্যানের সুইজ দেওয়ার সময় অসাবধানতাবশত লিকেজ তারের সাথে লেগে বিদ্যুস্পৃষ্টে আহত হন তিনি।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি এক ছেলে এক মেয়ের জনক।

আজ শনিবার সকাল ১০ টায়
জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest