১৭৫ পিচ ইয়াবা সহ বাবা-ছেলে (দুইজন) মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

১৭৫ পিচ ইয়াবা সহ বাবা-ছেলে (দুইজন) মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

নিজস্ব প্রতিবেদক,বরিশালঃ ২৯ জুন সকাল ০৮.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিএমপি গোয়েন্দা বিভাগে কর্মরত এসআই/সুজিত কুমার গোমস্তার নেতৃত্বে সঙ্গীয় অফিসারবৃন্দ কর্তৃক অভিযান পরিচালনায় নগরীর কোতয়ালী মডেল থানাধীন ৬নং ওয়ার্ডস্থ আমানতগঞ্জ মৌজার মোকছেদ ফকির গলিস্থ লীলা মঞ্জিল এর নিচতলায় ০১নং আসামীর বসতঘর হইতে

১) মোঃ লিটন হাওলাদার @ কাঠ লিটন (৪২), পিং- মৃতঃ আবদুল ওয়াহেদ, মাতা- রিজিয়া বেগম, (এনআইডি নং-২৮৪২৫৭০৭৯৪) ও ২) কিশোর অপরাধী মোঃ শুভ হাওলাদার(১৬), পিতা-মোঃ লিটন হাওলাদার, মাতা- সুমি বেগম, উভয় সাং- হারতা (পূর্ব হারতা), থানা- উজিরপুর, বরিশাল, বর্তমান সাং- জনৈক ইমরান খান এর বাসার ভাড়াটিয়া, লীলা মঞ্জিল, মোকছেদ ফকির গলি, ০৬নং ওয়ার্ড, আমানতগঞ্জ, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশালদ্বয়কে আটক ও তাহাদের নিকট হইতে ১৭৫ (একশত পচাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ।

উক্ত ঘটনা সংক্রান্তে আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং-৩৮, তাং- ২৯/০৬/২০২০খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর টেবিল ১০(ক)/৪০ রুজু হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest