ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে মাস্ক না পরার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(১) ও ২৪(২) ধারায় তিনটি মামলায় তিনজন পথচারীকে ১০০০ টাকা অর্থদন্ড করা হয়।
আজ সোমবার (২৯-০৬-২০২০) দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত জেলা শহর মাইজদীর নতুন বাস স্ট্যান্ড, জেলা কারাগার, সুধারাম মডেল থানার বিপরীতে এই আদালত পরিচালনা করেন।
মূলত সাধারণ মানুষকে সচেতনতার লক্ষ্যে আদালত পরিচালনার উদ্দেশ্য জানালেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ জন পথচারীকে বিনামূল্যে মাস্ক প্রদান করা হয়।
জেলা প্রশাসনের পক্ষে উক্ত আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা সুধারাম মডেল থানা পুলিশ।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST