নোয়াখালীর হাতিয়ায় ট্রলার ডুবি: নিহত-১

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

নোয়াখালীর হাতিয়ায় ট্রলার ডুবি: নিহত-১
বুরহান উদ্দিন মুজাক্কির নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণে সাগরে মাছ ধরার ট্রলার ডুবিতে একজন নিহত, একজন নিখোঁজ এবং ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ভোর ৪টার সসময়এ ঘটনা ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য জানান। নিহত ব্যক্তির নাম মো. রাসেল উদ্দিন বেচু (২৫)। তিনি আমতলী বাজারের ব্যবসায়ী গোলাম মাওলার ছেলে। নিখোঁজ থাকা মো. সোহাগ (১৫) একই বাজারের কাঁকড়া ব্যবসায়ী জাবের বেপারির ছেলে। তাদের বাড়ি জাহাজমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। ওসি আবুল খায়ের জানান, ভোর ৪টার সময় জাহাজমারা আমতলী ঘাটের হাসান মাঝির ট্রলারযোগে নিঝুম দ্বীপের ১২ কিঃমিঃ দক্ষিণ-পশ্চিমে ১৩ জন জেলে সাগরে মাছ ধরতে যায়। এ সময় জোয়ারের পানির তোড়ে ট্রলারটি ডুবে যায়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest