নোয়াখালীর চরজব্বর উপজেলায় ননদের স্বামীর হাতে গৃহবধূ ধর্ষণ লজ্জাতে গৃহবধূর আত্নহত্যাঃস্বামী আটক।

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

নোয়াখালীর চরজব্বর উপজেলায় ননদের স্বামীর হাতে গৃহবধূ ধর্ষণ লজ্জাতে গৃহবধূর আত্নহত্যাঃস্বামী আটক।

বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী জেলার চরজব্বর উপজেলার চরজুবলী তে ১ সন্তানের জননী আত্নহত্যা করে, কিন্তু এটি পরিকল্পিত হত্যা বলে দাবী করেছেন নিহত গৃহবধূর পরিবার।

নিহত ঝর্না বেগম (২৫) ননদ পারুল বেগমের স্বামী ধর্ষক হুমায়ুন (৩০) একাধিকবার ধর্ষণ করেছে বলে ও অভিযোগ করেন নিহতের বাবা আবুল কালাম।

আত্নহত্যা করার মূল কারন হিসেবে প্রাথমিক ভাবে ধারনা করা হয় ধর্ষণের ঘটনা সইতে না পেরে লজ্জাতে আত্নহত্যা করে গৃহবধূ ঝর্ণা।

গতকাল মঙ্গলবার (৩০ জুন ২০২০) ভোর রাতে চরজব্বর উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম চরজুবলী গ্রামে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে চরজব্বর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এসময় নিহতের ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ।
এই দিকে এই ঘটনায় নিহতের স্বামী সাহাব উদ্দিনকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ।

নিহতের পিতা বাদী হয়ে চরজুবলী গ্রামের মাহে আলমের পুত্র নিহতের স্বামী সাহাব উদ্দিন(২৬),ভগ্নিপতি মোঃহুমায়ুন(৩৫), পিতাঃসিরাজুল ইসলাম,সাং-উত্তর কচ্ছপিয়া, ০৬নংওয়ার্ড, সাহাব উদ্দিনের পিতা মাহে আলম(৬৫),মাতা হাজরা বেগম(৪৫).ভাই নুর উদ্দিন(৩০), মোঃ জসিম(৩৫) সর্ব সাং-চরজুবলী,০২ নং ওয়ার্ড, ০৫নং চরজুবলী ইউপি আসামী করে চরজব্বর থানায় একটি মামলা করে।
লাশ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে চরজববর থানা অফিসার ইনসার্জ শাহেদ উদ্দিন বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্হলে টিম পাঠিয়ে লাশ উদ্ধার করে,নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পেরণ করা হয়েছে।
লাশের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা না আত্নহত্যা। এই ঘটনায় থানায় নিহত গৃহবধূর পিতা মামলা করেন, এবং কয়েকদিনের মধ্যে রিপোর্ট হাতে আসবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest