হাতিয়ার নিহত জেলের মরদেহ সাগর থেকে উদ্ধার

প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২০

হাতিয়ার নিহত জেলের মরদেহ  সাগর থেকে উদ্ধার

বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার উপজেলার নিঝুপ দ্বীপ এলাকায় একটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনার একদিন পর বঙ্গপোসাগরে নিখোঁজ জেলে সোহাগ (১৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সে জাহাজমারা ইউনিয়নের আমতলী এলাকার জাবের হোসেন’র ছেলে।

গতকাল বুধবার (১ জুলাই২০২০) দুপুর ২টার দিকে উপজেলার নিঝুম দ্বীপের ১২ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে ক্যাডার চর সংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে ভাসমান লাশটি উদ্ধার করে পুলিশ। এ সময় দুর্ঘটনার শিকার নৌকাটিও উদ্ধার করা হয়।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে নিঝুম দ্বীপের ১২ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে ক্যাডার চর সংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ মাছ ধরার ফিশিং নৌকাটি ১৩ জন জেলেসহ জোয়ারের পানির আঘাতে ডুবে যায়। তখন নৌকার সকল জেলে ঘুমে ছিল। এ ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest